Rabiul Auwal 1444 || October 2022

নাজমুস সাকিব - ফেনী

৫৮৪৯. Question

আমার জানামতে হজ্বের মধ্যে ১৩ তারিখ রমী করা আবশ্যক নয়। কারো যদি ১৩ তারিখ রমী করার ইচ্ছা না থাকে তাহলে তাকে ১২ তারিখ সূর্যাস্তের আগেই মিনা থেকে ফিরে আসতে হবে। সূর্যাস্তের আগে আসতে না পারলে ১৩ তারিখের রমী না করে আসা যাবে না। প্রশ্ন হল, এর পরও কেউ যদি সূর্যাস্তের পর মিনা থেকে চলে আসে তাহলে কি তাকে দম দিতে হবে?

Answer

১২ তারিখ দিবাগত রাতে মিনায় থেকে পরবর্তী দিন (১৩ তারিখ) রমী করা উত্তম, ওয়াজিব নয়। ১৩ তারিখ রমী করার ইচ্ছা না থাকলে ১২ তারিখ সূর্যাস্তের আগেই মিনা থেকে ফিরে আসতে হবে। কেননা ঐ দিন মিনায় থাকা অবস্থায় সূর্য ডুবে গেলে পরবর্তী দিন পাথর না মেরে রাতে মিনা থেকে ফিরে আসা মাকরূহ। কিন্তু এ কারণে দম বা সদকা কোনোটাই দিতে হবে না। তবে যদি মিনায় থাকা অবস্থায় সুবহে সাদিক হয়ে যায় তাহলে তার জন্য ১৩ তারিখ রমী করা ওয়াজিব হয়ে যায়। ফলে এক্ষেত্রে রমী না করে চলে এলে দম দিতে হবে।

-শরহু মুখতাসারিত তাহাবী ২/৫৩৯; আলমুহীতুর রিযাবী ২/১৮৬; তাবয়ীনুল হাকায়েক ২/৩১৩; আলমাসালিক ফিল মানাসিক ১/৬০০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৩; রদ্দুল মুহতার ২/৫২১

Read more Question/Answer of this issue