আবদুল্লাহ - ঢাকা
৫৮৪৮. Question
গত বছর আমার পিতা ইনতেকাল করেন। তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। কিন্তু তিনি হজ্ব করে যাননি। এখন আমি তাঁর পক্ষ থেকে হজ্ব করতে চাচ্ছি। জানার বিষয় হল, আমি তাঁর পক্ষ থেকে হজ্ব করলে কি সেটি তাঁর পক্ষ থেকে আদায় হবে?
Answer
হাঁ, আপনার পিতার পক্ষ থেকে হজ্ব করলে তা তাঁর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেননা, হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنَّ امْرَأَةً سَأَلَت رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَبِيهَا مَاتَ وَلَمْ يَحُجَّ قَالَ: حُجِّي عَنْ أَبِيكِ.
এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতার ব্যাপারে প্রশ্ন করল, যিনি হজ্ব না করে মারা গেছেন। তখন তিনি বললেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্ব করে নাও। (আসসুনানুল কুবরা, নাসায়ী, বর্ণনা ৩৬০০)
প্রকাশ থাকে যে, হজ্ব ফরয হলে বিলম্ব না করে হজ্ব করে নেওয়া আবশ্যক। কেননা, বিলম্ব করলে হজ্ব করার আগেই মৃত্যু হয়ে যেতে পারে। আর সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্ব না করে মৃত্যুবরণ করলে হাদীসে কঠোর হুঁশিয়ারী এসেছে। এছাড়া কোনো কারণে মৃত্যুর আগে ফরয হজ্ব আদায় করতে না পারলে হজ্বের ওসিয়ত করে যাওয়া আবশ্যক। যেন ওয়ারিশগণ তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে হজ্ব করে নেয়। কিন্তু কোনো কারণে ওসিয়তও করতে না পারলে সম্ভব হলে সন্তানদের কর্তব্য হয়ে যায় তার পক্ষ থেকে হজ্ব করে নেওয়া।
-আলমাবসূত, সারাখসী ৪/১৬৮; বাদায়েউস সানায়ে ২/২৯৩, ৪৫৬; আলমুহীতুল বুরহানী ৩/৪৭৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৭; আলবাহরুল আমীক ৪/২৩৪৭; গুনয়াতুন নাসিক, পৃ. ৩২২