Rabiul Auwal 1444 || October 2022

মুহাম্মাদ বিলাল হোসেন - কেরাণীগঞ্জ, ঢাকা

৫৮৪৭. Question

এ বছর রমযান মাসে একদিন আমি ইফতারের কিছুক্ষণ পূর্বে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলাম। তখন হঠাৎ ছোট্ট একটি পোকা আমার মুখের ভেতর ঢুকে গলায় চলে যায়। আমি অনেক চেষ্টা করেও পোকাটিকে গলা থেকে বের করতে পারিনি। মুহতারামের কাছে জানতে চাই। গলার ভেতর ঐ পোকা ঢোকার কারণে কি আমার রোযা ভেঙে গেছে?

Answer

গলার ভেতর পোকা ঢুকে যাওয়ার কারণে আপনার রোযা ভাঙেনি। কেননা অনিচ্ছাকৃত গলার ভেতর পোকা ঢুকে গেলে রোযা ভাঙ্গে না।

عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ؛ فِي الرَّجُلِ يَدْخُلُ حَلْقَهُ الذُّبَابُ، قَالَ : لاَ يُفْطِرُ.

অর্থাৎ কোনো ব্যক্তির গলায় মাছি ঢুকে গেলে তার ব্যাপারে হযরত ইবনে আব্বাস রা.-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার রোযা ভাঙবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ৯৮৮৬)

-কিতাবুল আছল ২/১৬৯; বাদায়েউস সানায়ে ২/২৩৮; আয্যাখীরাতুল বুরহানিয়া ৩/৬১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; আদ্দুররুল মুখতার ২/৩৯৫

Read more Question/Answer of this issue