Rabiul Auwal 1444 || October 2022

আহমাদ - বরিশাল

৫৮৪৫. Question

আমি প্রতি বছর রমযান মাসে আমার সম্পদের যাকাত আদায় করে থাকি। গত কয়েকদিন আগে আমার এক গরীব চাচাতো ভাই জটিল রোগে আক্রান্ত হয়। এখন আমি আমার যাকাতের একটি অংশ তাকে দিতে চাই। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, এ বছর রমযানের আগেই যাকাত দিলে আমার যাকাত আদায় হবে কি?

Answer

হাঁ, বছর পূর্ণ হওয়ার আগে যাকাত দিলেও আপনার যাকাত আদায় হয়ে যাবে। কেননা নেসাবের মালিকের জন্য অগ্রীম যাকাত দেওয়া জায়েয।

-কিতাবুল আছল ২/৬২; বাদায়েউস সানায়ে ২/১৬৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৮৪; ফাতহুল কাদীর ২/১৫৭

Read more Question/Answer of this issue