ইহতেশামুল হক - নেত্রকোণা
৫৮৪৪. Question
দেড় বছর আগে আমি ব্যবসার উদ্দেশ্যে পাঁচটি ল্যাপটপ ক্রয় করে দোকানে উঠাই। কিছুদিন পর সেখান থেকে দেড় লাখ টাকা দামের একটি ল্যাপটপ আমি নিজে ব্যবহার করার নিয়ত করি এবং পাঁচ-ছয় মাস ব্যবহার করি। ইতিমধ্যে আমার বাকি চারটি ল্যাপটপ বিক্রি হয়ে যায়। টাকার সংকট দেখা দেয়ায় তখন আমি আমার ব্যবহারের ল্যাপটপটিও বিক্রি করে দেয়ার নিয়তে দোকানে রেখে দেই। এরপর এক বছর চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি ল্যাপটপটি বিক্রি করতে পারিনি। মুফতী সাহেবের কাছে জানতে চাই, এখন কি আমাকে উক্ত ল্যাপটপটির যাকাত আদায় করতে হবে?
Answer
না। আপনার উক্ত ল্যাপটপটির যাকাত আদায় করতে হবে না। কেননা, ব্যবসার নিয়তে ক্রয় করা পণ্য ব্যবহারের নিয়ত করলে তা আর যাকাতযোগ্য থাকে না। অতএব, উক্ত ল্যাপটপটি ব্যবহারের নিয়ত করার দ্বারাই তা যাকাতযোগ্য সম্পদ থেকে বের হয়ে গেছে। পরবর্তীতে তা বিক্রি করার নিয়ত করলেও শরীয়তের দৃষ্টিতে তা ব্যবসার সম্পদ হিসেবে গণ্য হবে না। তা বিক্রি করার আগ পর্যন্ত যাকাতের হিসাবে আসবে না।
-কিতাবুল আছল ২/৯৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮; ফাতহুল কাদীর ২/১২৪; আলবাহরুর রায়েক ২/২০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৪; আদ্দুররুল মুখতার ২/২৭২