Rabiul Auwal 1444 || October 2022

আসাদুল্লাহ - বি. বাড়িয়া

৫৮৪৩. Question

আমি মাদরাসার ছাত্র। এবছর মেশকাত জামাতে পড়ি। আমার আর্থিক অবস্থা তেমন ভালো না হলেও ইবতেদায়ী জামাত থেকেই আমি পড়ার জন্য আগ্রহের সাথে কিতাব সংগ্রহ করতে থাকি। বর্তমানে তাফসীর, হাদীস, ফিকহ, আদব ইত্যাদি বিষয়ে প্রায় লাখ টাকার কিতাব আমার সংগ্রহ হয়েছে। কিতাবগুলো আমার পড়াশোনার জন্য লাগে। তবে এ ছাড়া আমার কাছে যাকাতের নেসাব পরিমাণ সম্পদ নেই। মুহতারামের কাছে জানতে চাই, এ অবস্থায় আমার জন্য কি যাকাত গ্রহণ করার সুযোগ আছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কাছে যেহেতু প্রয়োজন অতিরিক্ত কোনো সম্পদ নেই, আর কিতাবগুলো আপনার জন্য প্রয়োজনীয় তাই তা নেসাব পরিমাণ হলেও আপনার জন্য যাকাত গ্রহণ করা বৈধ।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১০৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৭৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; ফাতহুল কাদীর ২/১২০

Read more Question/Answer of this issue