ইমদাদ হোসেন - ময়মনসিংহ
৫৮৪২. Question
আমার ভাই গত বছর পাঁচ লাখ টাকায় একটি জমি বিক্রি করে। বিক্রয়লব্ধ সেই পাঁচ লাখ টাকা থেকে খরচ হওয়ার পর দুই লাখ টাকা তার কাছে এখনো রয়ে গেছে। তবে গত বছর ঐ জমি বিক্রি করার কিছুদিন পর সে পাগল হয়ে যায় এবং সাত-আট মাস পাগল অবস্থায় থাকে। তবে এখন আলহামদু লিল্লাহ সুস্থ। আর কয়েকদিন পর তার ঐ টাকার উপর এক বছর পূর্ণ হয়ে যাবে। মুহতারামের কাছে জানতে চাই, এমতাবস্থায় বছর পূর্ণ হওয়ার পর কি তার ঐ দুই লাখ টাকার যাকাত আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যেহেতু কিছুদিন সুস্থ ছিল তাই বছরের মাঝে পাগল থাকলেও তা ধর্তব্য হবে না। তাকে ওই দুই লক্ষ টাকার উপর বিগত বছরের যাকাত আদায় করতে হবে।
-আলমাবসূত, সারাখসী ২/১৬৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮৪; বাদায়েউস সানায়ে ২/৮২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩; রদ্দুল মুহতার ২/২৫৮