Rabiul Auwal 1444 || October 2022

খালিদ সাইফুল্লাহ - ফেনী

৫৮৪১. Question

আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে লাশ নিয়ে যাওয়ার সময় যারা লাশের সঙ্গে যায় তারা সবাই উচ্চৈঃস্বরে কালিমায়ে তাইয়েবা পড়তে থাকে। জানতে চাই, এই আমলটি কি সহীহ? এই সময় যারা লাশের সঙ্গে যায় তাদের করণীয় কী?

Answer

মৃতব্যক্তির সঙ্গে গমণকারীদের উচ্চৈঃস্বরে যিকির করা মাকরূহ। তখন তাদের করণীয় হল, নীরবে নিঃশব্দে চলা এবং আখেরাতের ফিকিরে নিমগ্ন থাকা। ইবনে জুরাইজ রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إذَا كَانَ فِي جِنَازَةٍ أَكْثَرَ السُّكُوتَ وَحَدَّثَ نَفْسَهُ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃতব্যক্তির সঙ্গে যেতেন তখন অধিক পরিমাণে নীরব থাকতেন এবং চিন্তামগ্ন থাকতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৩১৫)

হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, কায়েস ইবনে উবাদা রা. বলেন-

كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم يَسْتَحِبُّونَ خَفْضَ الصَوْت عِنْدَ ثَلاَثٍ، عِنْدَ الْقِتَالِ، وَعِنْدَ الْقُرْآنِ، وَعِنْدَ الْجَنَائِزِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তিন সময় চুপ থাকতে পছন্দ করতেন। যুদ্ধ, কুরআন তিলাওয়াত এবং লাশের নিকট। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৩১৩)

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে লাশ নিয়ে যাওয়ার সময় উচ্চৈঃস্বরে কালিমায়ে তাইয়েবা পড়ার আমলটি সহীহ নয়। হাঁ, কেউ যদি যিকির করতেই চায় তাহলে নিঃশব্দে মনে মনে যিকির করতে পারবে, উচ্চৈঃস্বরে নয়।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/২৫৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩০; শরহুল মুনইয়া, পৃ. ৫৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭; আলবাহরুর রায়েক ২/১৯২; মাজমাউল আনহুর ১/২৭৪

Read more Question/Answer of this issue