Rabiul Auwal 1444 || October 2022

কামরুল হাসান - উজিরপুর, বরিশাল

৫৮৪০. Question

কয়েকদিন আগে আমি একটি জানাযার নামাযের জন্য বাড়ি থেকে ওযু করে গিয়ে দেখি, ইমাম সাহেব নামায শুরু করে দুটি তাকবীর বলে ফেলেছেন। তখন আমি দ্রুত নামাযে শরীক হয়ে যাই। এরপর নামায শেষ হলে আমি ইমাম সাহেবের সাথে নামায শেষ করে দেই। আমার ছুটে যাওয়া দুটি তাকবীর  আর বলিনি।

মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, ওই সময় আমার জন্য করণীয় কী ছিল? সর্ঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

Answer

আপনার উক্ত জানাযার নামায আদায় হয়নি। কেননা, জানাযার নামাযে চার তাকবীর বলা ফরয। কোনো একটি তাকবীর ছুটে গেলে নামায সহীহ হয় না। সুতরাং জানাযার নামাযে মাসবুক হয়ে গেলে করণীয় হল, ইমাম সাহেবের পরবর্তী তাকবীরের জন্য অপেক্ষা করা এবং ইমামের সাথে তাকবীর বলে নামাযে শরীক হওয়া। এরপর ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নামায শেষ করেন তখন জানাযার খাটিয়া উঠানোর পূর্বে শুধু ছুটে যাওয়া তাকবীরগুলো একে একে বলে নেওয়া।

এক্ষেত্রে লক্ষণীয় হল, জানাযার খাটিয়া উঠানোর পূর্বেই ছুটে যাওয়া তাকবীরগুলো বলে নিতে হবে। খাটিয়া উঠিয়ে ফেলার পরে আর তাকবীর বলা যাবে না।

-কিতাবুল আছল ১/৩৫২; আলমুহীতুল বুরহানী ৩/৭৭; বাদায়েউস সানায়ে ২/৫৩; ফাতাওয়া খানিয়া ১/১৯২; হালবাতুল মুজাল্লী ২/৬১২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৫; রদ্দুল মুহতার ২/২১৬

Read more Question/Answer of this issue