Rabiul Auwal 1444 || October 2022

আয়মান সাকিব - রামপুরা, ঢাকা

৫৮৩৯. Question

আমার এ বছর আইয়ামে তাশরীকের তিন ওয়াক্ত নামায কাযা হয়ে যায়। এই নামাযগুলো পরবর্তীতে কাযা করলে আমাকে কি তাকবীরে তাশরীক বলতে হবে?

Answer

আইয়ামে তাশরীকে ছুটে যাওয়া ফরয নামাযগুলো যদি উক্ত আইয়ামে তাশরীকের দিনগুলোতেই আদায় করেন তাহলে প্রত্যেক ফরযের কাযার পর তাকবীরে তাশরীকও বলতে হবে। কিন্তু যদি উক্ত আইয়ামে তাশরীকে আদায় না করে পরে আদায় করা হয় তাহলে তাকবীরে তাশরীক বলতে হবে না। এমনিভাবে যদি এই বছরের আইয়ামে তাশরীকের ছুটে যাওয়া নামাযগুলো পরবর্তী বছরের আইয়ামে তাশরীকে কাযা করা হয় সে ক্ষেত্রেও তাকবীর বলতে হবে না।

-আলজামেউল কাবীর, পৃ. ১৩; বাদায়েউস সানায়ে ১/৪৬৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৬; শরহুল মুনইয়া, পৃ. ৫৭৫; তাবয়ীনুল হাকায়েক ১/৫৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; রদ্দুল মুহতার ২/১৭৯

Read more Question/Answer of this issue