Rabiul Auwal 1444 || October 2022

মুহাম্মাদ আলী - রাঙ্গামাটি

৫৮৩৮. Question

জুমার খুতবায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে পূর্ব অভ্যাসের কারণে আমি দরূদ শরীফ পড়ে ফেলি। আমরা জানি, খুতবার সময় কথা বলা নিষেধ। তাই বিষয়টি নিয়ে আমার মনে খটকা আছে। আমার প্রশ্ন হল, খুতবার সময় দরূদ শরীফ পড়ার বিধান কী? জানিয়ে বাধিত করবেন।

Answer

খুতবা চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এলে মুখে উচ্চারণ করে দরূদ শরীফ পড়া যাবে না। কেননা খুতবা অবস্থায় কথাবার্তা এবং সকল প্রকার যিকির নিষিদ্ধ। তবে মনে মনে দরূদ শরীফ পড়ে নেওয়ার অবকাশ রয়েছে। কেননা এতে চুপ থেকে খুতবা শোনার বিধান লঙ্ঘিত হয় না।

-আলমাবসূত, সারাখসী ২/২৯; বাদায়েউস সানায়ে ১/৫৯২; ফাতাওয়া খানিয়া ১/১৮২; আলমুহীতুল বুরহানী ২/৪৬০; ফাতহুল কাদীর ২/৩৮; আলবাহরুর রায়েক ২/১৫৬

Read more Question/Answer of this issue