Rabiul Auwal 1444 || October 2022

মুহাম্মাদ সোহানুর রহমান - রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

৫৮৩৭. Question

মাসিক আলকাউসার ফেব্রুয়ারি ২০২২ সংখ্যার আপনি যা জানতে চেয়েছেন অংশের ৫৬৩১ নং প্রশ্নের উত্তরে বলা হয়েছে, মাসবুক ব্যক্তি ইমামের সাথে ইচ্ছাকৃত সাহু সিজদার সালাম ফিরালে তার নামায ফাসেদ হয়ে যায়। উক্তিটি আমার বোধগম্য হয়নি। আমার জানা ছিল, মাসবুক ব্যক্তির ওপর সাহু সিজদার সালামসহ সাহু সিজদাহ এবং নামাযের শেষ পর্যন্ত ইমাম সাহেবের ইক্তিদা করা ওয়াজিব। এরপর ইমাম সাহেব সালাম ফিরাবেন, আর মাসবুক ব্যক্তি সালাম না ফিরিয়ে একাকী বাকি নামায শেষ করবেন। কিন্তু আপনার উত্তরে জানলাম যে, সাহু সিজদার সালামে মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের ইক্তিদা না করে বসে থাকবেন, এরপর সাহু সিজদাতে মাসবুক ব্যক্তি ইমাম সাহেবের ইক্তিদা করবেন। এখানে সাহু সিজদার সালামে ইক্তিদা না করে মাসবুক ব্যক্তি মুক্তাদির জন্য ইমামের ইক্তিদা ওয়াজিব  এই হুকুম লঙ্ঘন করলেন কি না? বিষয়টি পরিষ্কারভাবে জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

মাসবুক সাহু সিজদার সালামে ইমামের অনুসরণ না করে শুধু সিজদায়ে সাহুতে ইমামের অনুসরণ করবে- এই মাসআলাটি ফিকহ-ফতোয়ার নির্ভরযোগ্য কিতাবের উদ্ধৃতির আলোকেই লেখা হয়েছে। ফকীহগণের মত অনুযায়ী মাসবুক ব্যক্তি সাহু সিজদায় ইমামের সাথে সালাম ফিরাবে না। তাঁরা এর কারণ হিসেবে বলেছেন, ইমাম সালাম ফিরাচ্ছেন নামাযের মূল আমলগুলো শেষ হওয়ার পর। আর মাসবুক ব্যক্তির যেহেতু এখনো নামাযের রাকাত বাকি রয়েছে তাই সে এই সালামে ইমামের অনুসরণ করবে না।

-বাদায়েউস সানায়ে ১/৪২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৪; তুহফাতুল ফুকাহা ১/২১৫; ফাতহুল কাদীর ১/৪৪২; হালবাতুল মুজাল্লী ২/৪৬৩; আলবাহরুর রায়েক ২/১০০; রদ্দুল মুহতার ২/৮২

Read more Question/Answer of this issue