Rabiul Auwal 1444 || October 2022

রেজওয়ান আশরাফ - চট্টগ্রাম

৫৮৩৪. Question

আমার বাড়ি চট্টগ্রাম। মাঝে মাঝে ব্যবসায়িক প্রয়োজনে আমাকে ঢাকা যেতে হয়। যাত্রাপথে বাস কর্তৃপক্ষ নামাযের বিরতি দেয়। তখন মসজিদে জামাত চলতে থাকলে আমি এই ভেবে জামাতে অংশগ্রহণ করি না যে, আমি মুসাফির আর ইমাম সাহেব মুকীম। তিনি চার রাকাত পড়াবেন আর আমার উপর দুই রাকাত ওয়াজিব।

জানার বিষয় হল, আমার এই ধারণা কি ঠিক? আসলে এক্ষেত্রে সঠিক মাসআলা কী? মুসাফিরের জন্য মুকীম ইমামের পেছনে কি ইকতেদা করা সহীহ? যদি সহীহ হয় তাহলে মুসাফির তখন কত রাকাত পড়বে?

Answer

মুসাফির ব্যক্তি মুকীমের পেছনে ইকতেদা করলে তাকে পূর্ণ নামায পড়তে হয়। বিশিষ্ট তাবেয়ী মুজাহিদ রাহ. থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-

إذَا دَخَلَ الْمُسَافِرُ فِي صَلاَةِ الْمُقِيمِينَ صَلّى بِصَلاَتِهِمْ.

মুসাফির যদি মুকীমদের নামাযে অংশগ্রহণ করে তাহলে সে মুকীমদের মতো নামায আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৩৮৬৯)

অতএব আপনি যদি সফর অবস্থায় মুকীম ইমামের পেছনে ইকতেদা করেন তাহলে ইমামের অনুসরণে আপনাকে পূর্ণ চার রাকাত নামায পড়তে হবে। অবশ্য আপনি যদি একা নামায পড়েন অথবা কোনো মুসাফির ইমামের পেছনে নামায আদায় করেন অথবা যদি আপনি নিজেই ইমাম হন তাহলে এসব ক্ষেত্রে চার রাকাতবিশিষ্ট ফরয নামায দুই রাকাত আদায় করবেন।

-শরহু মুখতাসারিত তাহাবী ২/১১১; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৭৮; আলইখতিয়ার ১/২৬৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৫; শরহুল মুনইয়া, পৃ. ৫৪২; রদ্দুল মুহতার ২/১৩০

Read more Question/Answer of this issue