উম্মে আবাদিলাহ - মিরপুর, ঢাকা
৫৮৩৩. Question
কিছুদিন আগে আমি একটি টিউব মেহেদি ক্রয় করে হাতে লাগাই। এরপর যখন এই মেহেদির রঙ হাত থেকে ওঠা শুরু করে তখন দেখি রঙের সাথে এক ধরনের প্রলেপ উঠে যাচ্ছে।
জানার বিষয় হল, এ প্রলেপের কারণে কি আমার ওযু-গোসলে কোনো সমস্যা হয়েছে?
বি. দ্র. প্রশ্নের সাথে উক্ত মেহেদিটি পাঠিয়ে দিচ্ছি।
Answer
আমরা উক্ত টিউব মেহেদিটি পরীক্ষা করে দেখেছি। এতে দেখা গেছে, উক্ত মেহেদি ব্যবহারের কারণে যে সূক্ষ্ম ধরনের আবরণ বা প্রলেপ পড়ে, তা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না; বরং তা হাতে-পায়ে থাকা অবস্থায়ও চামড়ায় পানি পৌঁছে এবং তা ভিজে যায়। অতএব উক্ত মেহেদি হাতে থাকা অবস্থায় আপনার ওযু-গোসলে সমস্যা হবে না; শুদ্ধভাবেই আদায় হবে।
-আয্যাখীরাতুল বুরহানিয়া ১/৩৩৬; শরহুল মুনইয়া, পৃ. ৪৯; জামেউল মুযমারাত ১/১৪৫; আলবাহরুর রায়েক ১/১৩; আদ্দুররুল মুখতার ১/১৫৪