Safar 1444 || September 2022

সুফিয়া খাতুন - সাতক্ষীরা

৫৮৩০. Question

বিশেষ একটা রোগের কারণে আমার মাথার অনেক চুল পড়ে গেছে। মাথার সামনের অংশের প্রায় সব চুল পড়ে গেছে। মাথার অন্য পাশের চুলও খুব পাতলা হয়ে গেছে। আমি বিবাহিত। স্বামী এখন আমাকে পছন্দ করছে না। তাই আমি কি নকল চুল ব্যবহার করতে পারব? এতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে কৃত্রিম চুল অথবা কোনো পশুর (শূকর ছাড়া) পশম পরচুলা হিসাবে ব্যবহার করা জায়েয হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-

لَا بَأْسَ بِالْوِصَالِ إِذَا كَانَ صُوفًا.

পশম দিয়ে তৈরি পরচুলা ব্যবহার করতে সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৫৭৪৩)

তবে কোনো মানুষের চুল পরচুলা হিসাবেও ব্যবহার করা বৈধ নয়। হাদীস শরীফে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

لَعَنَ اللهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ.

আল্লাহ তাআলা লানত করেন ঐ নারীর প্রতি, যে (অন্য নারীকে) চুল লাগিয়ে দেয় এবং যে নারী নিজেও চুল লাগায়। (সহীহ বুখারী, হাদীস ৫৯৩৩)

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ রাহ., বর্ণনা ৮৯৫; আলমুহীতুল বুরহানী ৮/৮৭; আলইখতিয়ার ৪/১৪১; বাদায়েউস সানায়ে ৪/৩০২; রদ্দুল মুহতার ৬/৩৭২; বাযলুল মাজহুদ ১২/২০১

Read more Question/Answer of this issue