এনামুল হক - মোমেনশাহী
৫৮২৭. Question
আমাদের এলাকায় জমি বর্গা দেওয়ার একটি পদ্ধতি হল, জমির মালিক ও বর্গাদার উভয়ে ফসলের যাবতীয় খরচ অর্ধেক অর্ধেক বহন করে। ফসলও উভয়ের মাঝে সমান সমান ভাগ হয়। ফসল কাটা, ক্ষেত থেকে ফসল নিয়ে আসা ও মাড়াই করা ইত্যাদি বর্গাদারের যিম্মায় থাকে। খড়ের ক্ষেত্রে নিয়ম হল, যে বীজ দেবে সে খড় নেবে।
মুহতারামের কাছে জানার বিষয় হল, উক্ত পদ্ধতিতে জমি বর্গা দেওয়া বৈধ কি না? জানালে উপকৃত হব।
Answer
হাঁ, জমির মালিক ও চাষীর মাঝে ফসল অর্ধার্ধি বণ্টনের শর্তে প্রশ্নোক্ত পদ্ধতিতে চুক্তি করা জায়েয হবে। আর বীজদাতা খড় নেবে এমন শর্ত করাও জায়েয হবে। ফসল কাটা, ক্ষেত থেকে নিয়ে আসা ও মাড়াই করা ইত্যাদি বর্গাদারের যিম্মায় রাখার প্রচলনটিও শরীয়তসম্মত। তাই উক্ত পদ্ধতিতে বর্গা-চুক্তি করা বৈধ।
-বাদায়েউস সানায়ে ৫/২৬০, ২৬৪; আলহাবিল কুদসী ২/১৭৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/১৯২; আলবাহরুর রায়েক ৮/১৬৩; রদ্দুল মুহতার ৬/২৮৬