আবু তাহের - নাটোর
৫৮২৬. Question
আমি আমার এক খালাতো ভাইকে মুদারাবার ভিত্তিতে ২ লক্ষ টাকা দেই ফলের ব্যবসা করার জন্য। তার সাথে কথা হয়, বছরের শেষে আমরা হিসাব করে লভ্যাংশ বণ্টন করব। ব্যবসা বেশ ভালোই চলছিল। বছরের মাঝখানে একটি প্রয়োজনে দশ হাজার টাকা সে এই বলে নেয়, ‘এটা আমার লাভের অংশ থেকে নিলাম। পরবর্তীতে হিসাবের সময় সমন্বয় করে নেব।’ এর কিছুদিন পরই ব্যবসায় বিরাট লোকসান হয়ে যায়। ফলে মূল পুঁজিরও প্রায় এক লক্ষ টাকা নষ্ট হয়ে যায়। তাই ব্যবসা চালিয়ে যাওয়ার মত অবস্থা আর বাকি নেই। যেহেতু ব্যবসায় কোনো লাভই হল না; বরং এক লক্ষ টাকা মূল পুঁজি থেকে চলে গেল, তাই সে যে দশ হাজার টাকা নিয়েছিল, আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবি করি। কিন্তু সে এই বলে দিতে অস্বীকার করে যে, আমি যে এতদিন কষ্ট করলাম তা বৃথা যাবে নাকি?
মুহতারামের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে উক্ত দশ হাজার টাকা ফিরিয়ে দেওয়া কি তার উপর আবশ্যক নয়? জোর করে এ টাকা রেখে দেওয়া কি তার জন্য ঠিক হবে? জানালে উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু বছরান্তে লভ্যাংশ বণ্টনের চুক্তি হয়েছিল, তাই বছরের মাঝে ব্যবসায় লাভ হলেও তা চূড়ান্ত লাভ বলে বিবেচিত হবে না; বরং বছরের শেষে যে লাভ থাকবে তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সুতরাং আপনাদের ব্যবসায় বছরের শেষে চূড়ান্ত হিসাবে যেহেতু কোনো লাভই হয়নি; বরং মূলধনেরও এক লক্ষ টাকা লোকসান হয়েছে তাই আপনার খালাতো ভাই লাভ হিসেবে যে টাকা নিয়েছিল, সেই টাকা আপনাকে ফেরত দিতে হবে। তা রেখে দেওয়া তার জন্য বৈধ হবে না। এক্ষেত্রে সে তার শ্রমের বিনিময়ে কিছুই পাবে না; বরং বছরের সকল লাভ একত্রিত করে ক্ষতিপূরণ করতে হবে। এরপরও যা থাকবে তা পুঁজি থেকে গণ্য করা হবে।
-কিতাবুল আছল ৪/২৪৩; আলমুহীতুল বুরহানী ১৮/২৬৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৫/১৩২; তাবয়ীনুল হাকায়েক ৫/৫৪৫; আলবাহরুর রায়েক ৭/২৬৭; আদ্দুররুল মুখতার ৫/৬৫৬; মাজমাউল আনহুর ৩/৪৫৯; শরহুল মাজাল্লাহ ২/৩০৬