Safar 1444 || September 2022

আবদুল্লাহ - কুমিল্লা

৫৮২৩. Question

আমাদের এলাকার মসজিদের পাশে মসজিদের নামে একটা ওয়াকফিয়া ভবন আছে। ঐ ভবনের প্রথম দ্ইু তলা দুটি ফার্নিচার শো-রুমের কাছে ভাড়া দেওয়া আছে। সেখান থেকে ভাড়া বাবদ প্রত্যেক মাসে অনেক টাকা আসে। মসজিদের সব খরচের পরও অনেক টাকা থেকে যায়। এভাবে মসজিদের ফান্ডে অনেক টাকা জমা হয়ে যায়। গত বছর মসজিদের ভবন থেকে ভাড়া বাবদ প্রাপ্ত টাকা দিয়ে মুতাওয়াল্লি সাহেবের আদেশে মসজিদের জন্য আরো দুটি দোকান কেনা হয়। বর্তমানে দুই-তিন মাস যাবৎ দোকানদুটি খালি পড়ে আছে, ভাড়া হচ্ছে না। তাই এখন দোকানগুলো থেকে মসজিদের কোনো লাভ তো হচ্ছেই না; বরং অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। যেমন বিদ্যুৎ বিল ও আনুষঙ্গিক অন্যান্য খরচ। তাই এলাকার লোকজনের সঙ্গে কথা বলে মসজিদ কমিটি চাচ্ছে, ঐ দোকানদুটি বিক্রি করে দিতে। জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে দোকানদুটি বিক্রি করে দিতে কোনো অসুবিধা আছে কি?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী বাস্তবেই যদি ঐ দোকানদুটি দ্বারা মসজিদের তেমন কোনো লাভ বা আয় না হয়; বরং এর দ্বারা মসজিদ আরো অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হয় তাহলে দোকানদুটি বিক্রি করে দেওয়া বৈধ হবে। এই সম্পদ কেনাই হয়েছে মসজিদের আয়ের জন্য। তাই যদি এর দ্বারা কাক্সিক্ষত ফায়দা বা আয় না হয় তাহলে তা বিক্রি করে দেওয়া বৈধ হবে।

-আলমুহীতুল বুরহানী ৯/১৩৮; ফাতহুল কাদীর ৫/৪৪৯; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৩; আদ্দুররুল মুখতার ৪/৪১৬; রদ্দুল মুহতার ৪/৪১৬

Read more Question/Answer of this issue