Safar 1444 || September 2022

শেখ আহমাদ - গুলশান, ঢাকা

৫৮২১. Question

হামযা ও হুযাইফা আপন দুই ভাই। তারা হাফসার আম্মার দুধ পান করেছে। এখন প্রশ্ন হল, হামযা ও হুযাইফার বাবা হাফসার সাথে দেখা দিতে পারবে কি? উল্লেখ্য, হাফসার ছোট বোন সুবাইতা তাদের মায়ের দুধ পান করেছে।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে হামযা ও হুযাইফার বাবা তাদের দুধবোন হাফসার সাথে দেখা দিতে পারবে না। তাদের পরস্পরে পর্দা করা জরুরি। দুধ সম্পর্কের পরিধি দুধপানকারীর পিতা পর্যন্ত গড়ায় না।

-আলমাবসূত, সারাখসী ৫/১৩৭; বাদায়েউস সানায়ে ৩/৪০০; আদ্দুররুল মুখতার ৩/২১৮

Read more Question/Answer of this issue