Safar 1444 || September 2022

সুফিয়া আক্তার - কমলগঞ্জ

৫৮২০. Question

কয়েকদিন আগে আমার শাশুড়ীর সাথে আমার ঝগড়া হয়। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, তোকে ছেড়ে দিলাম। পরবর্তীতে এ কথার উদ্দেশ্য জানতে চাইলে তিনি বললেন, তালাকের কোনো ইচ্ছা তার ছিল না। আমাকে সাবধান করা উদ্দেশ্য ছিল। এখন আমার প্রশ্ন হল, আমার উপর তালাক পতিত হয়েছে কি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামীর উক্ত কথার কারণে আপনার উপর এক তালাকে রাজয়ী পতিত হয়েছে। আমাদের দেশে এ বাক্য তালাকের জন্যই ব্যবহৃত হয়। তাই তালাকের নিয়ত না থাকলেও একথা বলার দ্বারা তালাক হয়ে গেছে। আর তালাকটি যেহেতু রাজয়ী হয়েছে তাই এখন যদি আপনারা সুষ্ঠুভাবে ঘর-সংসার করতে চান তাহলে আপনার স্বামী আপনাকে ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনার স্বামী আপনাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করলে আপনাদের বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার স্বামী দুই তালাকের অধিকারী থাকবে। পরবর্তীতে কখনো দুই তালাক হলেই পূর্বের তালাকসহ মোট তিন তালাক হয়ে বৈবাহিক সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যাবে। তখন নতুন করে বিবাহ করারও সুযোগ থাকবে না। তাই আপনাদের তালাকের বিষয়ে সতর্ক থাকতে হবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৮৭২২; আলমুহীতুল বুরহানী ৪/৪৩১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২১৮; খুলাসাতুল ফাতাওয়া ২/৯৯; আলবাহরুর রায়েক ৩/২৩৬

Read more Question/Answer of this issue