আব্দুল আলীম - ঢাকা
৫৮১৭. Question
দুই বছর আগে আমি বিবাহ করি। কিছুদিন থেকে একটা ঘটনা কেন্দ্র করে আমাদের মধ্যে ঝগড়া চলছে। গতকাল বিকালে ঝগড়ার এক পর্যায়ে আমার স্ত্রী আমাকে বলে, আমি যদি তোমার কাছে এতই খারাপ হয়ে থাকি তাহলে আমাকে তালাক দিয়ে অন্য কোথাও বিয়ে করে তাকে নিয়ে থাকো। কথাটি শুনে আমার মাথায় আরো রাগ উঠে যায়। তখন বলি যে, তোর সাথে সংসার করা হবে না বুঝতে পেরে গত মাসেই তোকে তালাক দিয়েছিলাম।
উল্লেখ্য, বাস্তবে আমি আগে তাকে কখনো তালাক দেইনি এবং কথাটি বলার সময় তালাক দেওয়া উদ্দেশ্য ছিল না। পূর্বে তালাক দেওয়ার মিথ্যা তথ্য দিয়ে তাকে শুধু ভয় দেখানো উদ্দেশ্য ছিল। এখন আমার জানার বিষয় হল, আমার উক্ত কথার দ্বারা কি আমার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে মিথ্যা তালাকের তথ্য দ্বারা যেহেতু তাকে ভয় দেখানো উদ্দেশ্য ছিল, তালাক দেওয়া উদ্দেশ্য ছিল না, তাই এর দ্বারা আপনার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়নি। আপনাদের দাম্পত্য সম্পর্ক পূর্বের মতো বহাল আছে।
-কিতাবুল আছল ৪/৫১৩; আলমাবসূত, সারাখসী ৬/১৪০; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৪০১; আলবাহরুর রায়েক ৩/২৪৬; ইমদাদুল মুফতীন, পৃ. ৪৯৯