আহমাদ - বরিশাল
৫৮১৬. Question
গত হজ্বে আমি এক হজ্ব কাফেলার সাথে হজ্ব করতে যাই। আমি আমার সাথীদের সাথে তওয়াফের পর সায়ী করি। সায়ী করার পর স্মরণ হয়, সায়ী অবস্থায় আমার ওযু ছিল না। জানতে চাচ্ছি, বিনা ওযুতে সায়ী করার কারণে আমার উপর কি কোনো কিছু ওয়াজিব হয়েছে?
Answer
সায়ীতে ওযু থাকা মুস্তাহাব; জরুরি নয়। তাই ওযু না থাকা অবস্থায় সায়ী করা অনুত্তম হলেও এ কারণে আপনার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। আপনার সায়ী আদায় হয়ে গেছে।
-শরহু মুখতাসারিত তাহাবী ২/৫৩১; খিযানাতুল আকমাল ১/৩৩৬; আলবাহরুল আমীক ২/১২৯৫; আলমাসালিক ফিল মানাসিক ১/৪৭০