মুহসিন সানী - উত্তরা, ঢাকা
৫৮১৫. Question
আমি প্রতি রমযানের শেষ দশক ইতেকাফ করি। আমার প্রশ্ন হল, ওযু থাকা অবস্থায় শুধু নতুন ওযুর জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কি?
Answer
ওযু থাকা অবস্থায় শুধু নতুন ওযুর জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। তাই উক্ত উদ্দেশ্যে ইতেকাফকারীগণ মসজিদ ত্যাগ করবেন না।
-আলমুগনী ৪/৪৮৪; আহকামুল কুরআন, থানভী ১/২৭০