Safar 1444 || September 2022

মুহসিন সানী - উত্তরা, ঢাকা

৫৮১৫. Question

আমি প্রতি রমযানের শেষ দশক ইতেকাফ করি। আমার প্রশ্ন হল, ওযু থাকা অবস্থায় শুধু নতুন ওযুর জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কি?

Answer

ওযু থাকা অবস্থায় শুধু নতুন ওযুর জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। তাই উক্ত উদ্দেশ্যে ইতেকাফকারীগণ মসজিদ ত্যাগ করবেন না।

-আলমুগনী ৪/৪৮৪; আহকামুল কুরআন, থানভী ১/২৭০

Read more Question/Answer of this issue