Safar 1444 || September 2022

মুনতাসির - ফেনী

৫৮১৪. Question

গত রমযানে একদিন এক সমস্যার কারণে আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল। ডাক্তার সাহেব তখন আমাকে ব্ল্যাড টেস্ট দেন। তারপর টেস্টের প্রয়োজনে আমার হাত থেকে এক সিরিঞ্জ রক্ত নেওয়া হয়।

রোযা অবস্থায় এভাবে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার কারণে আমার সেদিনের রোযার কি কোনো ক্ষতি হয়েছে? যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এখন আমার করণীয় কী?

Answer

রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা ভাঙ্গে না। তাই সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার কারণে আপনার রোযার কোনো ক্ষতি হয়নি।

-কিতাবুল আছল ২/১৪৬; তাবয়ীনুল হাকায়েক ২/১৬৯; মাজমাউল আনহুর ১/৩৬৪; রদ্দুল মুহতার ২/৪১৯

Read more Question/Answer of this issue