নাছিরুদ্দীন - ফুলপুর, মোমেনশাহী
৫৮১৩. Question
আমি একজন টাইলস ব্যবসায়ী। আলহামদু লিল্লাহ প্রতি বছর রমযানের শেষ দশকে আমার দোকানের নিকটবর্তী এক মসজিদে ইতিকাফে বসি। তখন আমার কর্মচারীরা দোকান পরিচালনা করে। অনেক সময় কোনো কোনো ক্রেতা সরাসরি আমার সঙ্গে দরদাম করার জন্য মসজিদে চলে আসে। মুহতারাম মুফতী সাহেবের কাছে জানতে চাই, ইতিকাফ অবস্থায় বেচা-কেনার চুক্তি করা কি জায়েয? জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
প্রথমত, মসজিদ ইবাদত-বন্দেগীর জায়গা। দ্বিতীয়ত, ইতিকাফ হল দুনিয়াবী ব্যস্ততা ত্যাগ করে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। সুতরাং পণ্য উপস্থিত না করলেও ব্যাপকভাবে বেচা-বিক্রি ও কাস্টমারদের সাথে আলোচনায় লিপ্ত হওয়া ইতিকাফের উদ্দেশ্য পরিপন্থি ও মাকরূহ। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া ইতিকাফ অবস্থায় এভাবে ক্রয়-বিক্রয়ের চুক্তিতে লিপ্ত হওয়া যাবে না। আর পণ্য কোনো অবস্থাতে হাজির করা যাবে না। কেননা মসজিদে পণ্য হাযির করা মাকরূহে তাহরীমী তথা নাজায়েয।
-ফাতাওয়া খানিয়া ১/২২২; আয্যাখীরাতুল বুরহানিয়া ৩/১২০; তাবয়ীনুল হাকায়েক ২/২২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৩; আলবাহরুর রায়েক ২/৩০৩; রদ্দুল মুহতার ২/৪৪৮