Safar 1444 || September 2022

মুহাম্মাদ বেলাল - কুমিল্লা

৫৮১২. Question

আমার একটি মুদি দোকান আছে।  দোকানে প্রায় তিন লক্ষ টাকার মালামাল আছে। এছাড়া আমার আর কোনো যাকাতযোগ্য সম্পদ নেই। আমি প্রতি বছর রমযান মাসে দোকানের যাবতীয় মালামালের যাকাত প্রদান করে থাকি। এ বছর রমযানের কয়েক মাস আগে আমার বড় মেয়ে অনেক অসুস্থ হয়ে যায়। তার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করতে হয়। ফলে আমি প্রায় পাঁচ লক্ষ টাকা ঋণী হয়ে যাই। জানার বিষয় হল, এই বছর কি আমার ওই দোকানের মালামালের যাকাত দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে দোকানের মালামালের চেয়ে আপনার ঋণের পরিমাণ যেহেতু বেশি, তাই এ বছর  দোকানের মালামালের যাকাত দিতে হবে না। কেননা যাকাতযোগ্য সম্পদের চেয়ে ঋণ বেশি হলে যাকাত ফরয হয় না।

-কিতাবুল আছল ২/৯০; মাবসূত, সারাখসী ২/১৯৭; আলমুহীতুল বুরহানী ৩/২২৮; হাশিয়তুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৮৯; রদ্দুল মুহতার ২/২৬১ ​​​​​​​

Read more Question/Answer of this issue