মুহাম্মাদ সুহাইল - কুমিল্লা
৫৮১১. Question
আমার একটি ঔষধের ফার্মেসি আছে। প্রতিদিন সকাল বেলা যখন আমি ফার্মেসি খুলি, তখন একের পর এক অনেক গরীব লোক সাহায্য চাইতে আসে। আমি তাদের প্রত্যেককে প্রতিদিন যাকাতের নিয়তে দশ বা পাঁচ টাকা করে দিয়ে থাকি। তারপর বছর শেষে ওই সব টাকা হিসাব করে যত টাকা হয় যাকাতের টাকা থেকে কেটে নেই। আমার জানার বিষয় হল, এভাবে বছর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত প্রদান করার দ্বারা কি আমার যাকাত আদায় হবে?
Answer
যাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর পূর্ণ হওয়ার পূর্বেও অগ্রিম যাকাত আদায় করা জায়েয। আলী রা. থেকে বর্ণিত-
أَنّ العَبّاسَ سَأَلَ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلّ، فَرَخّصَ لَهُ فِي ذَلِكَ.
অর্থাৎ আব্বাস রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছর পূর্ণ হওয়ার পূর্বে নিজের যাকাত আদায় করার ব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করেন। (জামে তিরমিযী, হাদীস ৬৭৮)
তাই উক্ত টাকা গরীবদেরকে যাকাতের নিয়তে প্রদান করার পর বছর শেষে আপনার উপর যা যাকাত আসে তার সাথে সমন্বয় করে নেওয়া জায়েয হবে।
-কিতাবুল আছল ২/১২৩; শরহু মুখতাসারিত তাহাবী ২/২৬৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯২; আলমুহীতুল বুরহানী ৩/১৯১; ফাতহুল কাদীর ২/১৫৪; তাবয়ীনুল হাকায়েক ২/৬৬