Safar 1444 || September 2022

আবদুল্লাহ - ঢাকা

৫৮১০. Question

কয়েকমাস আগে আমার এক ভাই সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার একটি নাবালেগ ছেলে আছে। বর্তমানে ছেলেটি উত্তরাধিকারসূত্রে বড় অংকের টাকার মালিক। টাকাগুলো তার পড়াশোনার পেছনে ব্যয় করার জন্য রাখা হয়েছে।

মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এই টাকাগুলোর কি যাকাত ও সদকায়ে ফিতর আদায় করতে হবে?

Answer

নাবালেগের সম্পদের উপর যাকাত ফরয নয়। তবে নাবালেগ নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর ফিতরা ওয়াজিব হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নাবালেগ ছেলেটির মালিকানাধীন সম্পদের যাকাত দেওয়া লাগবে না। তবে তার অভিভাবক তার সম্পদ থেকে তার ফিতরা আদায় করে দেবে।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৬৯৯৪; শরহু মুখতাসারিত তাহাবী ২/২৬১, ৩৫৬; বাদায়েউস সানায়ে ২/৭৯, ১৯৯; ফাতাওয়া খানিয়া ১/২২৭; তাবয়ীনুল হাকায়েক ২/১৯, ১৩২; রদ্দুল মুহতার ২/২৫৮, ৩৫৮

Read more Question/Answer of this issue