হামীদুল্লাহ - বরিশাল
৫৮০৮. Question
আমি নেভিতে চাকরি করি। বিভিন্ন সময় আমাকে রাষ্ট্রীয় কাজে সমুদ্রপথে বিভিন্ন দেশে সফর করতে হয়। গত বছর এক রাষ্ট্রীয় কাজে দশ সদস্যের একটি টিম সামুদ্রিক জাহাজে ম্যাক্সিকো যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের এক সহকর্মী হঠাৎ মৃত্যুবরণ করে। সেখান থেকে আমাদের গন্তব্য তখনও দশ দিনের দূরত্বে ছিল। কোনো উপায় না দেখে আমরা তার লাশটি সমুদ্রে ভাসিয়ে দিই। মুহতারাম মুফতী সাহেবের নিকট জানতে চাই, সমুদ্রপথে জাহাজে কেউ মারা গেলে করণীয় কী?
Answer
সমুদ্রপথে জাহাজে কেউ মারা গেলে সাধারণ সময়ের মত যথানিয়মে মৃতদেহের গোসল, কাফন ও জানাযার নামায সম্পন্ন করতে হবে। তারপর লাশের কোনো ক্ষতি হওয়ার আগে যদি জমিনে নিয়ে দাফন করা সম্ভব হয় তাহলে জমিনে নিয়েই দাফন করতে হবে। আর যদি জমিনে নিয়ে দাফন করতে গেলে লাশ নরম হয়ে যাওয়া বা পঁচে যাওয়ার আশংকা থাকে তাহলে লাশের সাথে ভারী কোনো বস্তু বেঁধে সমুদ্রে ডুবিয়ে দিবে।
আতা ইবনে আবী রবাহ্ রাহ. থেকে বর্ণিত, সমুদ্রে মৃত্যুবরণ করা ব্যক্তি সম্পর্কে তিনি বলেন-
يُغَسّلُ، وَيُكَفّنُ، وَيُحَنّطُ، وَيُصَلّى عَلَيْهِ، ثُمّ يُرْبَطُ فِي رِجْلَيْهِ شَيْءٌ، ثُمّ يُرْمَى بِهِ فِي الْبَحْرِ.
মৃত ব্যক্তিকে গোসল করাবে, কাফন পড়াবে, কর্পূর লাগাবে এবং তার জানাযার নামায পড়বে। তারপর তার দুই পায়ে কোনো বস্তু বেঁধে সমুদ্রে ছেড়ে দেবে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১১৯৭৩)
-মুখতারাতুন নাওয়াযিল ১/৪০১; আলমুহীতুল বুরহানী ৩/১০৯; ফাতাওয়া খানিয়া ১/১৯৫; ফাতহুল কাদীর ২/১০২; আলবাহরুর রায়েক ২/১৯৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৩৯; রদ্দুল মুহতার ২/২৩৫