Safar 1444 || September 2022

নিজামুদ্দীন - ফরিদপুর

৫৮০৫. Question

কোনো কারণে বেশ কিছুদিন আমাকে কারাগারে বন্দি থাকতে হয়। সেখানে বন্দিদের জন্যে নামাযের একটি নির্ধারিত স্থান রয়েছে। বন্দিরা সেখানে জামাতের সাথে শুধু যোহর এবং আছরের নামায পড়তে পারে। কারাগারের কর্মকর্তারা সাধারণত ঐ স্থানে নামায পড়ে না।

মুহতারামের কাছে জানতে চাই, নামাযের ঐ নির্ধারিত স্থানে বন্দিরা কি জুমার নামায আদায় করতে পারবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কারাগারে বন্দিদের জামাতে নামায পড়ার অনুমতি আছে তাই সেখানে তারা জুমার নামায পড়তে পারবে। আর বাইরের লোকদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা যেহেতু নিরাপত্তাজনিত কারণে তাই এ নিষেধাজ্ঞা জুমা আদায়ের জন্য প্রতিবন্ধক হবে না।

-মাজমাউল আনহুর ১/২৪৬; রদ্দুল মুহতার ২/১৫২

Read more Question/Answer of this issue