শফিকুল ইসলাম - ফরিদপুর
৫৮০৪. Question
নামামের মধ্যে মহিলাদের পায়ের পাতা ঢেকে রাখা কি আবশ্যক?
Answer
নামাযের মধ্যে মহিলাদের পায়ের পাতা সতরের অন্তর্ভুক্ত নয়। তাই নামাযে তা ঢেকে রাখা আবশ্যক নয়।
-আলমুহীতুল বুরহানী ২/১৪; মুখতারাতুন নাওয়াযিল ১/২৪৫; তাবয়ীনুল হাকায়েক ১/২৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮