Jumadal Akhirah 1432 || May 2011

মুহাম্মাদ আহসান মাহবুব - উত্তরা, ঢাকা

২২০৫. Question

জনৈকা মহিলার প্রতি ইংরেজি মাসের ১৫ তারিখে ঋতুস্রাব হয়। রমযান মাসে এক দিন সকাল বেলা সে রোযা অবস্থায় ছিল। এক পর্যায়ে তার স্মরণ হল আজ ইংরেজি মাসের ১৫ তারিখ। অর্থাৎ তার ঋতুস্রাব হওয়ার দিন। ফলে সে রোযা ভেঙ্গে ফেলে। কিন্তু সেদিন তার স্রাব আসেনি। প্রশ্ন হল, ঐ দিনের রোযা ভেঙ্গে ফেলার কারণে তার উপর কি কাফফারা ওয়াজিব হবে?


Answer

হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলার উপর কাফফারা ওয়াজিব হয়েছে। তবে যদি ঐ দিন ঋতুস্রাব হত তাহলে শুধু কাযা করা ওয়াজিব হত। কাফফারা ওয়াজিব হত না।

উল্লেখ্য যে, হায়েয আসতে পারে-এই সন্দেহের উপর ভিত্তি করে রোযা ভেঙ্গে ফেলা জায়েয নয়; বরং নিয়ম হল, রক্ত দেখে রোযা-নামায ছাড়বে। অতএব ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা কর্তব্য।

-আলবাহরুর রায়েক ২/২৭৭; ফাতাওয়া খানিয়া ১/২০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭

Read more Question/Answer of this issue