শাকির - ফেনী
৫৮০০. Question
গত ঈদে কোনো এক কারণে ঈদগাহে পৌঁছতে দেরি হয়ে যায়। ঈদগাহে পৌঁছে দেখি, ইমাম সাহের প্রথম রাকাতের কেরাত শেষ করে রুকুতে চলে গেছেন। তখন আমিও ইমামের সাথে দ্রুত রুকুতে শরীক হই। এবং অতিরিক্ত তিন তাকবীর আদায় করা ছাড়াই বাকি নামায ইমামের সাথে শেষ করি। মুহতারামের কাছে জানতে চাই, এক্ষেত্রে আমার জন্য করণীয় কী ছিল? ছুটে যাওয়া তাকবীরগুলো আদায় করার পদ্ধতি কী? জানিয়ে বাধিত করবেন।
Answer
ঈদের নামাযে ইমামকে রুকুতে পেলে করণীয় হল, তাকবীরে তাহরীমার পর ইমামের সাথে রুকু ছুটে যাওয়ার আশংকা না হলে দাঁড়ানো অবস্থায় অতিরিক্ত তিন তাকবীর আদায় করে রুকু করা। আর রুকু ছুটে যাওয়ার আশংকা হলে রুকুতে গিয়েই তাকবীরগুলো আদায় করা। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি রুকুতে তাকবীরগুলো বলে নিতে পারতেন। তবে তাকবীর না বলে থাকলেও ইমামের সাথে রুকু পাওয়ার কারণে আপনার নামায আদায় হয়ে গেছে।
-আলজামেউল কাবীর, পৃ. ১১; বাদায়েউস সানায়ে ১/৬২২; আলমুহীতুল বুরহানী ২/৪৮৮; ফাতহুল কাদীর ২/৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫১; আলবাহরুর রায়েক ২/১৬১; রদ্দুল মুহতার ২/১৭৪