আবু নুসাইবা - ঝালকাঠি
৫৭৯৮. Question
সেদিন মসজিদে গিয়ে দেখি, এখনো ফজরের আযান হয়নি। মুসল্লীদের অনুরোধে আযান শুরু করি। কিন্তু আযানের মধ্যে ভুলেالصلاة خير من النوم না বলে দুইবার الله أكبر বলে ফেলি। স্মরণ আসা মাত্র الصلاة خير من النوم বলে পুনরায় الله أكبر বলি। এবং স্বাভাবিকভাবে আযান শেষ করি।
জানার বিষয় হল, আমার উক্ত ফজরের আজান কি ঠিক হয়েছে? অন্যথায় এক্ষেত্রে আমার জন্য করণীয় কী ছিল? জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ছুটে যাওয়া বাক্যটিসহ পরবর্তী বাক্যগুলো বলেছেন, তাই আপনার আযান সহীহ হয়েছে। আযানের মধ্যে কোনো বাক্য ছুটে যাওয়ার পর সাথে সাথে বা আযানের ভেতর স্মরণ হলে তৎক্ষণাৎ ছুটে যাওয়া বাক্যটি থেকে পরবর্তী আযান সম্পন্ন করা নিয়ম।
-কিতাবুল আছল ১/১১৭; বাদায়েউস সানায়ে ১/৩৬৯; আলমুহীতুল বুরহানী ২/৯৯; ফাতাওয়া খানিয়া ১/৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৫; রদ্দুল মুহতার ১/৩৮৯