Safar 1444 || September 2022

আবদুর রহমান - যশোর

৫৭৯৭. Question

কিছুদিন পূর্বে একটি জরুরি কাজে এক দিনের জন্য ঢাকা গিয়েছিলাম। সেখানে মুসাফির অবস্থায় আমার আসরের নামায ছুটে যায়। এখন আমি মুকীম। বাড়িতে ফিরে এসেছি।

প্রশ্ন হল, সেই ছুটে যাওয়া আসরের নামায এখন কত রাকাত পড়ব? মুসাফির অবস্থায় ছুটে যাওয়া চার রাকাতবিশিষ্ট নামায মুকীম অবস্থায় কত রাকাত পড়তে হয়?

 

Answer

মুসাফির অবস্থায় কাযা হয়ে যাওয়া চার রাকাতবিশিষ্ট নামায মুকীম অবস্থায় দুই রাকাত পড়তে হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসাফির অবস্থায় ছুটে যাওয়া আসরের নামায দুই রাকাত কাযা করতে হবে। হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

إِذَا نَسِيَ صَلَاةً فِي الْحَضَرِ فَذَكَرَهَا فِي السّفَرِ صَلّى صَلَاةَ الْحَضَرِ وَإِذَا نَسِيَ صَلَاةً فِي السّفَرِ فَذَكَرَهَا فِي الْحَضَرِ صَلّى صَلَاةَ السّفَرِ.

কোনো ব্যক্তি যদি মুকীম অবস্থায় কোনো নামায পড়তে ভুলে যায় তারপর মুসাফির অবস্থায় সে নামাযের কথা স্মরণ হয় তাহলে সে মুকীমের মত তা কাযা করবে। আর যদি মুসাফির অবস্থায় কোনো নামায পড়তে ভুলে যায় তারপর মুকীম অবস্থায় সে নামাযের কথা স্মরণ হয় তাহলে সে মুসাফিরের মত তা কাযা করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৪৭৭৬)

-কিতাবুল আছল ১/২৩৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৫; আলহাবিল কুদসী ১/২২১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭৯; আলবাহরুর রায়েক ২/১৩৭

Read more Question/Answer of this issue