Safar 1444 || September 2022

মাসুম বিল্লাহ - ফুলগাজী, ফেনী

৫৭৯৫. Question

মুহতারাম, নাক পরিষ্কার করার সময় নাক থেকে জমাট রক্ত বের হলে কি ওযু ভাঙবে?

Answer

না, নাক থেকে জমাট রক্ত বের হলে ওযু ভাঙবে না। কেননা, শরীর থেকে প্রবহমান রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যায়। এই রক্ত যেহেতু প্রবহমান নয়; বরং জমাট রক্ত, তাই এর কারণে ওযু ভাঙবে না।

-আয্যাখীরাতুল বুরহানিয়া ১/২৯৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; আলবাহরুর রায়েক ১/৩৩

Read more Question/Answer of this issue