জুবায়ের - বগুড়া
৫৭৯৪. Question
কয়েকদিন আগে আমাদের মুরগির পালের সাথে অন্যের একটা মুরগি আমাদের বাড়িতে চলে আসে। যথাসাধ্য চেষ্টা করেও তার মালিক খুঁজে পাইনি। মুরগিটি আমার খুব পছন্দ হওয়ায় তার ন্যায্য মূল্য সদকা করে তা লালন-পালনের জন্য রেখে দিই।
আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে আমার জন্য মুরগিটি লালন-পালনের জন্য রেখে দেওয়া কি বৈধ হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে মুরগির মালিকের সন্ধান যেহেতু পাওয়া যায়নি এবং আপনি মুরগিটির ন্যায্য মূল্য সদকা করে দিয়েছেন তাই মুরগিটি আপনার জন্য রেখে দেওয়া এবং লালন-পালন করা জায়েয। তবে ভবিষ্যতে যদি কখনো মালিকের সন্ধান পাওয়া যায় এবং সে মুরগিটি নিতে চায় তখন তাকে মুরগিটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে যা সদকা করেছেন তা আপনার পক্ষ থেকে নফল সদকা হিসেবে গণ্য হবে।
-কিতাবুল আছল ৯/৫০৬; আততাজরীদ, কুদুরী ৮/৩৮৫৭; ফাতহুল কাদীর ৫/৩৫৯; আলইখতিয়ার ২/৪৯৩; আদ্দুররুল মুখতার ৪/২৮০