খালেদ - ডেমরা, ঢাকা
৫৭৯৩. Question
আমার চাচা এক ব্যক্তির কাছে তিন লক্ষ টাকা পান। তিনি আমাকে বলেছিলেন, ঐ টাকা উসূল করে তা থেকে আমাকে এক লক্ষ টাকা মুদারাবার ভিত্তিতে ব্যবসা করার জন্য দেবেন। কিন্তু ঐ টাকা ঋণগ্রহীতা থেকে উসূল করার আগেই আমার চাচা বিদেশ চলে যান। এখন তিনি আমাকে বলছেন, আমি যেন ঐ ব্যক্তি থেকে চাচার তিন লক্ষ টাকা উসূল করে তা থেকে এক লক্ষ টাকা নিয়ে অর্ধেক লাভের শর্তে মুদারাবার ভিত্তিতে ব্যবসা শুরু করি। আমি জানতে চাচ্ছি, এভাবে মুদারাবার মূলধন সংগ্রহ করে তা দ্বারা মুদারাবা ব্যবসা করা বৈধ হবে কি না?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে টাকা উসূল করা স্বতন্ত্র একটি কাজ; মুদারাবার চুক্তির সাথে যার কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনি উক্ত ঋণ উসূল করতে পারলে প্রশ্নোক্ত চুক্তি অনুযায়ী আপনার চাচার সাথে মুদারাবা ব্যবসা করা বৈধ হবে।
-কিতাবুল আছল ৪/১৩০; বাদায়েউস সানায়ে ৫/১১৪; ফাতাওয়া খানিয়া ৩/১৬১; ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৩/৩৬৩