Muharram 1444 || August 2022

মাকবুল আহমাদ - ডেমরা, ঢাকা

৫৭৯১. Question

আমাদের এলাকায় মাদরাসার জন্য একটি জায়গা মৌখিক ওয়াকফ করা হয়। তারপর এখানে জনগণের দানে একটি দোতলা ভবন করা হয়। দোতলার একটি অংশকে মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়, যার নাম দেয়া হয় বাইতুল মাহমুদ। এখন ওয়াকফকারী তা বিক্রি করে অন্য জায়গায় মাদরাসা করতে চায় অথবা তা ভাড়া দিয়ে অর্জিত অর্থ দ্বীনের অন্য কোনো কাজে ব্যয় করতে চায় বা অন্য কোনো মাদরাসায় দান করতে চায়। অতএব, উক্ত বিষয়ে সঠিক সমাধানের নিবেদন করছি।

Answer

কোনো জমি মৌখিকভাবে ওয়াকফ করলেও তার ওয়াকফ সম্পন্ন হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়াকফকারী মৌখিকভাবে জায়গাটি উক্ত প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করার দ্বারাই তা তার মালিকানা থেকে বের হয়ে মাদরাসার মালিকানায় চলে গেছে। এটি ওয়াকফের জায়গা দেখেই মানুষ তাতে ভবন ওঠানোর জন্য দান করেছে, সে দানও ওয়াকফের অন্তর্ভুক্ত। তাই সেখানে ভবন ওঠার পর ওয়াকফটি আরো সুদৃঢ় হয়েছে। সুতরাং ওয়াকফদলীল না হলেও ওয়াকফকারীর জন্য ঐ জায়গাতে কোনো প্রকার হস্তক্ষেপ (বিক্রি করা, ভাড়া দেওয়া ইত্যাদি) জায়েয হবে না; বরং জায়গাটি উক্ত মাদরাসার কাজেই ব্যবহার করতে হবে। ওয়াকফকারীর কর্তব্য, মাদরাসার নামে উক্ত জমির দলীল করে দেওয়া।

-বাদায়েউস সানায়ে ৬/২১৮; ফাতহুল কাদীর ৫/৪১৯; মাজমাউল আনহুর ১/৭৩৩; আলজাওহারাতুন নাইয়িরাহ ১/৩৩৩; আদ্দুররুল মুখতার ৪/৩৫১

Read more Question/Answer of this issue