Muharram 1444 || August 2022

হাসান ফাহাদ - বরিশাল

৫৭৮৭. Question

১. আমি ঢাকা থেকে টি-শার্টের বিভিন্ন ডিজাইনের স্যাম্পল নিয়ে আসি। এরপর সেটা দোকানদারদের দেখাই। তারা স্যাম্পল দেখে অর্ডার দিলে আমি গার্মেন্টস থেকে সেগুলো বানিয়ে নিয়ে এসে তাদের সরবরাহ করি। ইসলামী শরীয়ত অনুযায়ী স্যাম্পল দেখিয়ে এভাবে ব্যবসা কি বৈধ।

২. স্যাম্পল দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে টি শার্ট তৈরি করে সরবরাহ করা যাবে কি?

Answer

হাঁ, স্যাম্পল দেখিয়ে অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করে সরবরাহ করা জায়েয আছে। এক্ষেত্রে উভয়ের সম্মতিতে কিছু টাকা অগ্রিমও নিতে পারেন। এটা শরীয়তের استصناع তথা অর্ডারকৃত পণ্য তৈরি করার পর তা বিক্রি চুক্তির অন্তর্ভুক্ত। তবে এ ধরনের বেচা কেনার ক্ষেত্রে প্রদর্শিত নমুনা ও সরবরাহকৃত পণ্যের মাঝে যেন কোনো অমিল না হয় তা নিশ্চিত করা আবশ্যক। অন্যথায় অমিল থাকলে অর্ডারদাতার জন্য অর্ডার বাতিল করার পূর্ণ এখতিয়ার থাকবে।

-কিতাবুল আছল ৩/৪৩৮; মাজমাউল আনহুর ৩/১৪৯; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৪০৬

Read more Question/Answer of this issue