তানজিল আহমেদ - বারিধারা, ঢাকা
৫৭৮৪. Question
আমার ছোট ভাই জন্মগতভাবে কথা বলতে পারে না এবং শুনতেও পারে না। সে এখন প্রাপ্তবয়স্ক। আমরা তাকে বিবাহ দিতে চাচ্ছি এবং উপযুক্ত পাত্রির সন্ধানও পেয়েছি। সম্মানিত মুফতী সাহেবের নিকট আমরা জানতে চাচ্ছি, আমাদের ভাইয়ের বিবাহের পদ্ধতি কী হবে? অর্থাৎ বোবা ব্যক্তির বিবাহের পদ্ধতি কী?
Answer
আপনার ভাই যেহেতু বাকশক্তিহীন, কথা বলতে পারেন না। তাই তিনি যদি লিখতে-পড়তে পারেন তাহলে তাকে বিবাহের প্রস্তাব ও কবুল লিখিতভাবে করতে হবে। আর যদি তিনি লিখতে না পারেন তাহলে তিনি ইশারা করে সম্মতি প্রকাশ করলেও বিবাহ সম্পন্ন হয়ে যাবে।
-কিতাবুল আছল ৪/৫১৬; শরহু মুখতাসারিত তাহাবী ৩/১১৩; আলমাবসূত, সারাখসী ৬/১৪৩; ফাতহুল কাদীর ৩/৩৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭০; রদ্দুল মুহতার ৩/২৪১