আবু হানীফা - খুলনা
৫৭৮৩. Question
আমার স্ত্রী ২ বছর আগে আমাদের ৭ মাস বয়সের দুধের ছেলেকে রেখে মারা যায়। তখন আমার ছেলে তার নানির দুধ পান করে। পরবর্তীতে এক বছর পর উভয় পরিবারের সম্মতিতে আমার শশুর আমার বাচ্চার খালা তথা আমার শালিকাকে আমার সাথে বিবাহ দিতে চাচ্ছেন। আমার প্রশ্ন হল, আমার এই শালিকা তো আমার ছেলের দুধবোন হয়ে গিয়েছে। এখন আমি কি তাকে বিবাহ করতে পারব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি আপনার উক্ত শালিকাকে বিবাহ করতে পারবেন। কেননা আপনার ছেলে তার নানির দুধ পান করার কারণে সে ও তার খালা পরস্পর দুধ ভাই-বোন হয়েছে। কিন্তু এর কারণে তার খালা তথা আপনার শালিকার সাথে আপনার কোনো দুধ সম্পর্র্ক হয়নি। সুতরাং তাকে বিবাহ করতে কোনো সমস্যা নেই।
-কিতাবুল আছল ১০/২৮২; আলমুহীতুল বুরহানী ৪/৯৩; বাদায়েউস সানায়ে ৩/৩৯৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪০; আলবাহরুর রায়েক ৩/২২৩; রদ্দুল মুহতার ৩/২১৫