Muharram 1444 || August 2022

আহসান হাবীব - গুলশান

৫৭৮২. Question

এ বছর আমার মেয়ে ও জামাই হজে¦র নিয়ত করেছিল। তাদের টিকেট, ভিসা, ফ্লাইটের তারিখসহ অন্যান্য সকল কিছু ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কিন্তু এক সপ্তাহ হল আমার মেয়ের স্বামী ইন্তেকাল করেছে। তাদের ফ্লাইটের আর অল্প কিছুদিন বাকি ছিল। এমতাবস্থায় আমি যেহেতু আমার মেয়ের মাহরাম তাই তার স্বামীর স্থানে আমি যদি তার সাথে হজে¦ যাই তাহলে সে আমার সাথে হজে¦র সফরে যেতে পারবে কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মেয়ের উপর স্বামীর মৃত্যুর ইদ্দত পালন করা ওয়াজিব। ইদ্দত সম্পন্ন হওয়ার পূর্বে সে আপনার সাথেও হজে¦র সফরে যেতে পারবেন না। প্রয়োজনে তিনি পরবর্তী বছর হজে¦ যাবেন।

 -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯১৮৪; আলমাবসূত, সারাখসী ৬/৩৬; বাদায়েউস সানায়ে ২/৩০১; ফাতহুল কাদীর ৪/১৬৬; আলবাহরুর রায়েক ২/৩১৬

Read more Question/Answer of this issue