মাহবুব - বরিশাল
৫৭৮০. Question
আমি গরুর ব্যবসায়ী। গত কয়েকদিন আগে ব্যবসার উদ্দেশ্যে চারটি গরু তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করি এবং এগুলোর খাবারের জন্য পঞ্চাশ হাজার টাকার খাবার ক্রয় করি। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমাকে গরুর যাকাত দেওয়ার সাথে খাবারের যাকাতও আদায় করতে হবে?
Answer
না, গরুর জন্য যে খাবার ক্রয় করেছেন এর যাকাত দিতে হবে না। কেননা গরুর উক্ত খাবার আপনার ব্যবসার বিক্রিযোগ্য মালের অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রে কেবল গরুর মূল্যের উপর যাকাত ফরয হবে। তদ্রƒপ গরুর দুধ বিক্রির টাকা থাকলে তারও যাকাত দিতে হবে।
-আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৫০৩; ফাতাওয়া খানিয়া ১/২৫০; খিযানাতুল আকমাল ১/১৮০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০