Muharram 1444 || August 2022

সুহাইল - কুষ্টিয়া

৫৭৭৯. Question

আমার নানি অনেক টাকার মালিক। প্রতি বছর কয়েক লক্ষ টাকার যাকাত প্রদান করেন। আমার একজন খালাত বোন অনেক গরীব। ছেলে-মেয়ে নিয়ে একটু কষ্টেই জীবন অতিবাহিত করছে। করোনাকালে অনেক ঋণী হয়ে যায়। আমার নানি চাচ্ছেন তাকে যাকাত ফান্ড থেকে মোটা অংকের কিছু টাকা দিতে, যাতে সে তার ঋণ আদায় করতে পারে। জানার বিষয় হল, আমার নানি যদি আমার খালাত বোনকে যাকাতের টাকা দেন তাহলে কি আমার নানির যাকাত আদায় হবে?

Answer

উক্ত খালাত বোন যদি আপনার নানির আপন মেয়ের সন্তান হয় তাহলে তাকে নানির যাকাতের টাকা দেওয়া জায়েয হবে না। কেননা নিজ সন্তান ও তার অধস্তনকে যাকাত দেওয়া জায়েয নয়।

-কিতাবুল আছল ২/১২৪; আলমুহীতুল বুরহানী ৩/২১২; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৩৮; তাবয়ীনুল হাকায়েক ২/১২২; আলবাহরুর রায়েক ২/২৪৩

Read more Question/Answer of this issue