আসাদুল্লাহ - ফেনী
৫৭৭৭. Question
আমার ভাড়ায় চালিত দশটি সিএনজি রয়েছে। সেখান থেকে ভাড়া বাবদ মাসিক যে আয় আসে তা সংসারের খরচ নির্বাহে ব্যয় করার পর কখনো কিছু টাকা হাতে থেকে যায়। আবার কখনো সব খরচ হয়ে যায়। তবে দশটি সিএনজির মূল্য হিসাব করলে দেখা যাবে, আমি প্রায় ত্রিশ লক্ষ টাকার মালিক। এখন আমি জানতে চাই, উক্ত সিএনজিগুলোর উপর কি প্রতি বছর আমাকে মূল্য ধরে যাকাত আদায় করতে হবে?
উল্লেখ্য, সিএনজিগুলো একটু পুরোনো হলে বিক্রি করারও ইচ্ছে আছে।
Answer
না, উক্ত সিএনজিগুলোর মূল্যের উপর যাকাত ফরয নয়। কেননা সেগুলো বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়নি; বরং ভাড়ার জন্য ক্রয় করা হয়েছে। যেসব জিনিস ভাড়ায় ব্যবহার হয় তাতে যাকাত আসে না। অবশ্য এর আয় থেকে উদ্বৃত্ত টাকা নেসাব পরিমাণ হলে এবং বছর অতিক্রম হলে তার উপর যাকাত দিতে হবে।
প্রকাশ থাকে যে, সিএনজিগুলো পুরোনো হলে বিক্রি করে দেওয়ার নিয়ত থাকলেও বিক্রি করার আগ পর্যন্ত তা যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে না।
-কিতাবুল আছল ২/৯৭; আযযাখীরাতুল বুরহানিয়া ২/৫০৫; ফাতাওয়া খানিয়া ১/২৫১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩৭; আলবাহরুর রায়েক ২/২২৮