সিদ্দীকুর রহমান - রাজশাহী
৫৭৭৪. Question
গত রমযানে একদিন সাহরীতে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। জাগ্রত হয়ে দেখি সময় আর বেশি বাকি নেই। তখন আমাদের একটু তাড়াহুড়া হয় এবং খাওয়া শেষ হতেও দেরি হয়ে যায়। আমাদের খাওয়ার রুমের দেয়াল ঘড়িতে যখন দেখি সাহরীর সময় শেষ হতে আর এক মিনিট আছে তখন আমরা খাওয়া শেষ করি। কিছুক্ষণ পর দেখি যে, আমাদের ঐ দেয়াল ঘড়ি দশ মিনিট পেছানো। এর মানে আমরা সাহরীর সময় শেষ হওয়ার পর প্রায় দশ মিনিট খেয়েছি। মুহতারামের কাছে জানতে চাই যে, সেদিন ওই রোযা নষ্ট হয়ে যাওয়ার কারণে কি আমাদেরকে তার কাযা ও কাফফারা দুটোই আদায় করতে হবে নাকি শুধু কাযা করলেই হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা যেহেতু সাহরীর সময় আছে মনে করে খেয়েছেন তাই আপনাদের ওপর ঐ দিনের শুধু কাযা আবশ্যক। কাফফারা দিতে হবে না।
-কিতাবুল আছল ২/১৪৫; খিযানাতুল ফিকহ, পৃ. ৮০; বাদায়েউস সানায়ে ২/২৫৭; আলমুহীতুর রাযাবী ২/১৮; রদ্দুল মুহতার ২/৪০৫