Muharram 1444 || August 2022

কাওসার আহমাদ - বরিশাল

৫৭৭৩. Question

কয়েক মাস আগে আমার ফুফুর একটি সন্তান জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। তখন মৃত নবজাতককে গোসল দিয়েই দাফন করে দিই। পরবর্তীতে একজন আলেম বললেন যে, আপনাদের এ কাজটি ঠিক হয়নি। আপনাদের জন্য নবজাতকের নাম রাখা ও জানাযা পড়া উচিত ছিল।

মুহতারামের কাছে জানতে চাই, এই আলেমের কথা কি ঠিক?

Answer

হাঁ, ওই আলেম সঠিক বলেছেন। কোনো সন্তান জীবিত ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে তার নাম রাখা ও গোসল দিয়ে জানাযা পড়া আবশ্যক। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে জানাযা না পড়া অন্যায় হয়েছে। সাহাবী হযরত জাবের রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِذَا اسْتَهَلّ الصّبِيّ صلي عليه وورث.

জন্মের পর শিশু ক্রন্দন করলে (অর্থাৎ জীবিত অবস্থায় জন্মগ্রহণ করার পর মারা গেলে) তার জানাযা পড়া হবে এবং তার সাথে মিরাসের বিধানও জারি হবে। (সহীহ ইবনে হিব্বান, হাদীস ৬০৩২)

-বাদায়েউস সানায়ে ২/৪৯; আলমুহীতুল বুরহানী ৩/৪৯; উয়ূনুল মাসাইল, পৃ. ৩২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১০; আলবাহরুর রায়েক ২/১৮৮; আদ্দুররুল মুখতার ২/২২৭

Read more Question/Answer of this issue