Muharram 1444 || August 2022

সালমান - বরিশাল

৫৭৭১. Question

মসজিদের সামনের দেয়ালে সময় দেখার জন্য একটি ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে। অনেক সময় যোহরের নামায পড়ার জন্য মসজিদে এসে টাইম না দেখেই সুন্নত পড়তে শুরু করি। জামাত দাঁড়িয়ে যাওয়ার আশংকা হলে সুন্নত শেষ করতে পারব কি না নিশ্চিত হওয়ার জন্য ঘড়ি দেখি।

প্রশ্ন হল, নামাযের মধ্যে সময় দেখার উদ্দেশ্যে ঘড়ি দেখলে নামাযের কি কোনো ক্ষতি হয়? জানিয়ে বাধিত করবেন।

Answer

নামাযের ভেতর ইচ্ছাকৃতভাবে ঘড়ি দেখা খুশুখুযু পরিপন্থী কাজ, যা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা উচিত।

প্রকাশ থাকে যে, নামাযের আগে সুন্নত পড়ার জন্য এতটুকু সময় হাতে নিয়ে নামায শুরু করা উচিত, যেন জামাত দাঁড়ানোর আগেই সুন্নত শেষ হয়ে যায়।

-আলমুহীতুল বুরহানী ২/১৫৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৯৯; ফাতহুল কাদীর ১/৩৫১; শরহুল মুনইয়া, পৃ. ৪৪৭; আলবাহরুর রায়েক ২/১৪; আদ্দুররুল মুখতার ১/৬৩৪

Read more Question/Answer of this issue