Muharram 1444 || August 2022

ওমর - শরীয়তপুর

৫৭৬৮. Question

কিছুদিন আগে আমরা কয়েকজন মুসল্লী আসরের নামাযের সময় মসজিদের দ্বিতীয় তলায় জামাতে দাঁড়াই। চতুর্থ রাকাতে ইমাম সাহেব সিজদা থেকে ওঠার পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন আমরা তাশাহহুদ, দরুদ শরীফ, দুআ মাসূরা পড়ে নিজে নিজেই সালাম ফিরিয়ে ফেলি। আমরা সালাম ফিরানোর পরপরই বিদ্যুৎ চলে আসে এবং আমরা তখন ইমাম সাহেবের সালাম ফিরানোর আওয়াজ শুনতে পাই। মুহতারামের কাছে জানতে চাই, উক্ত অবস্থায় ইমামের আগে সালাম ফিরানোর কারণে কি আমাদের নামায নষ্ট হয়ে গেছে? এখন আমাদের করণীয় কী?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা যদিও ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু যেহেতু ইমামের তাশাহহুদ পরিমাণ বসার পরই সালাম ফিরিয়েছেন তাই আপনাদের ঐ দিনের আসরের নামায সহীহ হয়ে গিয়েছে। ওযর বশত এমনটি হওয়ার কারণে নামায মাকরূহও হয়নি।

-কিতাবুল হুজ্জাহ ১/১৬৯; ফাতাওয়া খানিয়া ১/১০২; আলজাওহারাতুন নাইয়িরাহ ১/৬৪; আলবাহরুর রায়েক ১/৩৭৭; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩৫১

Read more Question/Answer of this issue